মদের লাইসেন্স বাতিল করার দাবি চরমোনাই নায়েবে আমীরের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৫ মে, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : অবিলম্বে দেশের সকল মদের দোকানের লাইসেন্স বাতিল করার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। মঙ্গলবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি এ আহবান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চিওড়া আজগরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফয়েজ উল্লাহ, বড়পুস্করনী মাদরাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, দারুল উলুম হস্তীমীতা মাদরাসার মুহতামিম মোঃ আব্দুল জলিল, চৌদ্দগ্রাম শ্রীপুর মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ, চৌদ্দগ্রাম পৌরসভার মুন্সিবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইসমাইল, পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নিজাম উদ্দিন, মুন্সিরহাট দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ মোশাররফ হোসেন, ফেনী শর্শদি দারুল উলুম ইসলামিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম, দত্তসার ইসলামিয়া মাদরাসার মাওলানা মোঃ ফয়েজ উল্লাহ, চৌদ্দগ্রাম বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোঃ আব্দুর রহিম, যশপুর সুফিয়া খাতুন মহিলা আলিম মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, কাশিনগর আল্লাহ কারীম জামে মসজিদের খতিব মাওলানা শোয়াইব আহম্মদ ছিদ্দিকী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য মাওলানা মোঃ ইলিয়াছ প্রমুখ। মাহফিলে মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *