বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শৈলকুপার ক্ষুদে কন্যারা বাংলাদেশ চ্যাম্পিয়ন, জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা

জিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান, ১২ এপ্রিল, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাংলাদেশ চ্যাম্পিয়ন শৈলকুপার দোহারো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে কন্যাদের ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, সদর থানার ওসি এমদাদুল হক শেখ।

আরও উপস্থিত ছিলেন, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর আলম, শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন, দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও সভাপতি মোশাররফ হোসেন।

আলোচনা সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন শৈলকুপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গত ২৮ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে টাইব্রেকারে দোহারো ৫-৪ গোলে ময়মনসিংহের নন্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে। মূল পর্বের লড়াই ১-১ গোলে ড্র ছিলো। শেষে টাইব্রেকারে বালিকা বিভাগে শিরোপা জেতে ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারী প্রাথমিক বিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *