ফরিদগঞ্জ করোনা আক্রান্তদের সেবায়, সাংবাদিক মামুন পাঠান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ০২ আগস্ট ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাতেও প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে প্রতিনিয়তই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন করে মানুষ।

“মানুষ মানুষের জন্য” এ শ্লোগানকে উপলদ্ধি করে মানুষের এ দূরাবস্থায় করোনা রোগীদের জরুরি অক্সিজেন সেবা নিশ্চিত করতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে ৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মামুনুর রশিদ পাঠান।

২ আগষ্ট সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। অসহায় মানুষের পাশে দাড়ানোয় প্রবীণ এ সংবাদকর্মীকে উপস্থিত প্রেসক্লাবের সদস্যরা শুভেচ্ছা জানান। সিলিন্ডার গ্রহনের পর পরই প্রেসক্লাব হতে স্বেচ্ছাসেবী কর্মীরা করোনা আক্রান্ত রোগীর বাড়ীতে সেবা প্রদানের লক্ষ্যে সিলিন্ডার পৌছে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সহসভাতি এমকে মানিক পাঠান, সহ-সভাপতি আমান উল্যা আমান, সহ-সভাপতি জাকির সাইদ পাটওয়ারী, সাবেক সভাপতি নুরুন নবী নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম ইকবাল, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, কার্যনির্বাহী সদস্য শিমুল হাসান, সম্মানিত সদস্য জাহিদ হোসেন, সাংবাদিক আমান উল্যাহ খাঁন ফারাভী ও সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, আমাদের ফরিদগঞ্জ ও ইচ্ছেপূরণ যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *