ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ০৪ ফেব্রুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ফরিদগঞ্জে বৈদ্যুতিক সট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ছেলের বিয়ের জন্য জমানো এক লক্ষ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার সম্পদ ভষ্মীভুত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চির্কা গ্রামের রাঢ়ী বাড়ির মৃত মোস্তফা রাঢ়ীর বসত ঘরে মঙ্গলবার গভীর রাতে বৈদ্যুতিক সটসার্কিট থেকে হঠাৎ করেই আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটি ছাই হয়ে যায়।

মোস্তফা রাঢ়ীর স্ত্রী কুলছুমা বেগম জানান, তিনি তার বড় ছেলে সারোয়ারের বিয়ের জন্য একটি সমিতি থেকে এক লক্ষ টাকা ঋণ করে ঘরে রাখেন। এ ছাড়াও সামন্য স্থিত অর্থ স্বর্নালঙ্কার, কাপড় চোপড়সহ সবকিছু আগুনে পুড়ে তাকে নি:স্ব করে দেয়।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী ঘটনাস্থলে যান। একই সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আর্থিক সহযোগিতা করা আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *