প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসারের শ্বশুরের দাফন সম্পন্ন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৩ আগস্ট, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের শ্বশুর সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানীর সাবেক চেয়ারম্যান ও পরিচালক, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের চৌধুরী(৭৮) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর চৌধুরী বাড়ির সামনে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাযায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন তাঁর জামাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী সদর আসনের এমপি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার তপন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ জানে আলম ভুঁইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাবেক মেয়র হাজী আলাউদ্দিন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহুল হায়দার চৌধুরী, দাগনভুঁইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল আলম রতন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, ফেনী সদর আ’লীগের সাধারণ সম্পাদক সুশেন চন্দ্র শীল, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, কালিকাপুর ইউপি চেয়ানম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিবুল আলম মজুমদার কানন, চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান, মোশারেফ হোসেন, কামাল হোসেন, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নামাজে জানাযার পরে মরহুম আবু তাহের চৌধুরীর কফিনে ফেনী জেলা, চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা আ’লীগ পুস্পস্তবক অর্পন করেন। এদিকে বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ড প্রবাসী আবু সাঈদ চৌধুরী হেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *