পিআইবিতে অনুসন্ধান মূলক রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ২৬ নভেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ২দিনব্যাপী ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং’ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার-বৃহস্পতিবার (২৩-২৪ নভেম্বর) দুইদিন ব্যাপী এ উপলক্ষে পিআইবি সেমিনার কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনী দিবসের অপরাহেৃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহা পরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: জসিম উদ্দিন। ২ দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বৈশাখী টেলিভিশনের প্লানিং কনসালটেন্ট সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক, চ্যানেল আই এর সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) শাহ্ শেখ মজলিশ ফুয়াদ, ফক্স নিউজ এর দক্ষিণ এশিয়া প্রতিনিধি সাংবাদিক এম মোশাররফ হোসাইন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাংবাদিক আক্তারুজ্জামান মজুমদার, মুহা. ফখরুদ্দীন ইমন, আব্দুল মমিন ভূঁইয়া মীরু, আবুল কালাম আজাদ মজুমদার, মনির উল্লাহ্ ভূঁইয়া, ইয়াছিন ফারুক ভূঁইয়া, আতাউর রহমান রিপন, আব্দুর রব লাভলুসহ চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *