পাঁচবিবিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, আল জাবির, ৩০ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : করোনাভাইরাসের কারণে দেশের মানুষ যখন ঘরবন্দি ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছে কৃষকরা। প্রধানমন্ত্রী বিপর্যস্ত কৃষকের পাশে দাঁড়াতে ছাত্রীলীগকে নির্দেশ দিলে সারাদেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের ধান ঘরে তুলতে সহযোগিতা করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারই ধারাবাহিকতায় কাস্তে হাতে এবার মাঠে নেমেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রেলীগ।

আজ বৃহস্প্রতিবার সকালে জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা এবং পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষের নেতৃতে সামাজিক দুরুত্ব বজায় রেখে ছাত্রলীগের ২০-২৫ নেতাকর্মী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দি গ্রামের অসহায় কৃষক আব্দুল পলিনের ২ বিঘা জমির ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের এই দুঃসময়ে পাশে পেয়ে পাকা ধান ঘরে তুলতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষক আব্দুল পলিন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে হ্যালো ছাত্রলীগ নামে কমিটি করা আছে। সংকটময় পরিস্থিতিতে হ্যালো ছাত্রলীগ সব সময় পাশে থাকবে।

জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *