নোয়াখালী বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ৩০ মে, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দারিদ্র্য বিমোচনে বৃক্ষ রোপণ কর্মসূচি গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জেলা বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা ।

বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরসহ উপ-কূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে স্ট্রীপ বাগানের সাথে সম্পৃক্ত সামাজিক বনায়নের উপকার ভোগীদের সামাজিক বনায়ন, বাগান উত্তোলন কৌশল এবং প্রকৃতিক দুর্যোগ রোধে উপ-কূলীয় বনায়নের গুরুত্ব সম্পর্কে জনগণকে সক্ষম করে তোলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে উপজেলার চর দরবেশ বাজারে মুজিব কিল্লা সড়কের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সোমবার ৩০ মে সকালে সুবর্ণচর উপজেলা হলরুমে উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার, প্রকল্প কর্মকর্তা কাওসার আহমেদসহ শতাধিক উপকার ভোগীরা।

কর্মশালা শেষে নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা নবগঠিত মুজিব কিল্লা সড়কের দুপাশের বৃক্ষরোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *