নোয়াখালী পৌরসভায় ৩টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করলেন এলজিআরডি মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি, লূৎফুল হায়দার চৌধুরী, ২৪ নভেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী পৌরসভায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় নোয়াখালী পৌরসভা হলরুমে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রকল্পগুলোর উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম।

বাংলাদেশ মিউনিসিপাল ডেভোলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ও নোয়াখালী পৌরসভায় অর্থায়নে ১৭ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্প গুলোর মধ্যে রয়েছে, সোনাপুর পৌর বাস টার্মিনাল, পৌর কিচেন মার্কেট ও সুপার মার্কেট।

নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে প্রকল্প উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, বিএমডিএফ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান।

এছাড়া ও আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রতন কৃষ্ঞ পাল ,কাউন্সিলর ফকরুউদ্দিন মাহমুদ , জাহীদুর রহমান শামীম , নাছিম উদ্দিন সুনাম, রফীকুল বারী আলমগীর .পৌর বণিক সমিতির সভাপতি এ কে এম সাইফ উদ্দিন সোহান সহ গনমান্য ব্যক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *