নোয়াখালীতে কর্মচারীদের বৈষম্যের দাবীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ০১ অক্টোবর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ১১-২০তম গ্রেডেভুক্ত কর্মচারীদের বৈষম্যের অবসান, নবম পে-কমিশন গঠন, বেতন-ভাতা বৃদ্ধি, টাইম স্কেল-সিলেকশন গ্রেড পূর্ণবহালসহ ৭ দফা দাবীতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করা  হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে সরকারি কর্মচারি দাবী আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

তারা বলেন, সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে। সরকার একনীতি বাস্তবায়ন করতে পারছে না। আন্দোলনকারীরা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপীল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারি শিক্ষকদের বেতন নিয়োগবিধি ২০১৯ ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীতকরণ, বাজার মূল্যের উর্ধগতী ও জীবন যাত্রায় ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পুন:নির্ধারণ করারও দাবী জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, সম্মিলিত অধিকার আদায় ফোরাম নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল আমিন রাসেল, সদর উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আহসান উল্যা হেলাল ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *