নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফারহান-ফাহিম

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ৩১ মে ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক শেয়ারবিজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবীর ফারহান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পোস্টের এস আহমেদ ফাহিম।
মঙ্গলবার (৩০ মে) নোবিপ্রবিসাসের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভগের সহকারী অধ্যাপক শফিকুল আলম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রভাষক মো. আবদুস সামাদ আজাদ।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাবিহা তাসমীম, যুগ্ম-সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি নুমান রাশেদ, দপ্তর সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মোঃ ইমাম হোসেন, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বাংলাভিশন ডিজিটালের প্রতিনিধি ফজলে এলাহী ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মো. ফাহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলাকাগজে প্রতিনিধি রিয়াদুল ইসলাম।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি নাহিদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মোঃ হোসাইন, ই- নিউজ ৭১ এর প্রতিনিধি জামিলা ইসলাম একা।
উল্লেখ্য, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি আব্দুল কবীর ফারহান সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা আমার হাতে যে দায়িত্ব তুলে দিয়েছে তা যথাযথ ভাবে পালনের চেষ্টা চালিয়ে যাবো। বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের যেকোন প্রয়োজনে সংগঠনের সহযোগিতা থাকবে, যেন সাংবাদিকরা যথাযথভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাখাওয়াত আহমেদ ফাহিম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী একবছর যথাযথ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে সাংবাদিক সমিতির কার্যক্রম পরিচালনা করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *