নেদারল্যান্ডস, সুইডেন, চীন, ফ্রান্স ও ব্রিটেনের থেকে বৈদ্যুতিক গাড়ি নরওয়েতে অনেক বেশি বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক, ৫ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : অর্ধেকের বেশি ছাড়িয়ে গেছে ২০১৭ সালে নরওয়েতে নতুন নিবন্ধিত বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ী বিক্রি সংখ্যা । নরওয়েজিয়ান রোড ফেডারেশন এর পক্ষ থেকে বলা হয়, পুরোপুরি বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি যেগুলো ব্যাটারি আর ডিজেল বা পেট্রোল উভয় পদ্ধতিতেই চলে এমন গাড়িগুলো ২০১৭ নরওয়েতে নতুন বিক্রি ৫২ শতাংশ। ২০১৬ সালে ৪০ শতাংশ ছিল, রয়টার্সের প্রতিবেদন। বাজারে প্রথমবারের মতো আমাদের জ্বালানি চালিত গাড়ির সংখ্যা ৫০ শতাংশের নিচে। নতুন বৈদ্যুতিক গাড়িগুলোর জন্য বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দিচ্ছে নরওয়ে, তবে অনেক জায়গায় কর, রাস্তার টোল মওকুফ থেকে শুরু করে অনেক সময় বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীরা বিনামূল্যে তাদের গাড়ি পার্ক ও চার্জ করতে পারছেন।

২০১৬ সালে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)-এর পক্ষ থেকে বলা হয়, বৈদ্যুতিক গাড়ি বিক্রির ক্ষেত্রে নেদারল্যান্ডস, সুইডেন, চীন, ফ্রান্স আর ব্রিটেনের মতো অন্যান্য দেশ থেকে নরওয়ে অনেক এগিয়ে আছে। সব মিলিয়ে ২০১৭ সালে নরওয়েতে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি বিক্রি আগের বছরের ১৬ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশে পৌঁছেছে। ডিজেলচালিত গাড়ি বিক্রি ৩১ শতাংশ থেকে কমে ২৩ শতাংশে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *