নরসিংদী অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্য  গ্রেফতার, উদ্ধার-৬

নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ০৩ নভেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদী  জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্ত:জেলা অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতরা করেছে।গত ১ নভেম্বর জাকির হোসেন নামে পুলিশ সুপার নরসিংদী কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন যে, তিনি একটি অটোরিকশা বাছির মিয়া নামে এক লোককে ভাড়ায় দেয় এবং কিছুদিন চালানোর পর গত (২৮ অক্টোবর) তারিখ হতে অটোরিক্সাসহ বাছিরকে পাওয়া যাচ্ছে না।জেলা গোয়েন্দা শাখা ও মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার পিপিএম সাংবাদিকদের জানায়, বাদীর অভিযোগের ভিত্তিতে নরসিংদী গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে (১ নভেম্বর) শিবপুর মডেল থানাধীন সিএনবি বাজার থেকে বাছির মিয়াকে আটক করে এবং তার তথ্যের ভিত্তিতে মনোহরদী থানাধীন নারান্দি এলাকা হতে চোরাই যাওয়া অটোরিক্সা উদ্ধারসহ ৬ টা অটোরিক্সা ও ৬ টা ব্যাটারী, ৮ টা চার্জার উদ্ধার করে এবং ৩ জন আসামী গ্রেফতার করেন।আসামীরা অভিনব প্রক্রিয়ায় কখনো চালক সেজে বিশ্বাস স্থাপন করে প্রতারণা করে, কখনো ড্রাইভারকে অজ্ঞান করে, কখনো ড্রাইভারকে মারপিট করে, অটোরিক্সা চুরি/ছিনতাই করে থাকে।তারা নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলা হতে অটোরিক্সা চুরি করিয়া রং পরিবর্তন করে বিক্রি করে আসছে।আসামী হলেন- (১) বাছির মিয়া (২৩), পিতামৃত-সেলিম মিয়া, সাং- পাতাঘাট, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, (২) তারেক মিয়া (২২), পিতামৃত- জজ মিয়া, সাং- বাড়ৈওগাও, থানা-শিবপুর, (৩) জাহাঙ্গীর আলম মামুদ (৫৫), পিতামৃত-রমিজ উদ্দিন, সাং- দিঘাকান্দি, থানা- মনোহরদী, উভয় জেলা-নরসিংদী।এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *