নরসিংদীর মনোহরদী উপজেলার বগাদী আশ্রয় প্রকল্পের বেহাল দশা, দেখার কেউ নেই       

নরসিংদী প্রতিনিধি, কে.এইচ. নজরুল ইসলাম, ২০ জানুয়ারি ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : নরসিংদীর মনোহরদী উপজেলা একদুরিয়া ইউনিয়নের বগাদী আশ্রয় প্রকল্পের বেহাল দশা, দেখার কেউ নেই। ১৯৯৮ সালের ২০ সেপ্টেম্বর তৎকালীন মন্ত্রী লে: জে: (অব:) নুরুদ্দীন খান উন্ধোধন করেন এই আশ্রয় প্রকল্প। তার পর থেকে আর তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি এই প্রকল্পে। এই আশ্রয় প্রকল্পে ০.৫৪ একর জায়গায় ৯ টি পরিবার বসবাস করেন বলে জানিয়েছন এখানকার বসতি গরিব মানুষ গুলি। এখানকার বিহ্মুক তাছলিমা, ফাতেমা, আয়েশা, রেহেনা, সরমুন, শহিদ উল্লাহ, আ:বাতেন ও হাসিম উদ্দীন বলেন, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই, সরকার থেকে কোন রকম সাহায্য সহযোগিতা পাইনা। যেমন বয়স্ক বাতা,বিদবা বাতা এই গুলি আমরা পাইনা। কোন কাজ ও আমরা করতে পারিনা আমরা বিহ্মা করে খাই।শীত আইছে কম্বল ও পাইনাই। আমরা ৯ টা পরিবার থাকি ছেলে মেয়ে নিয়ে ৩২ জন জনসংহ্মা। আমাদের ৪ টা রান্নাঘর তাও ভালোনা, ২ টা কল,২ টয়লেট ও ছুলা। নতুন করে  ১ টা বায়ুগ্রেস, গরুর ফারম বানাইতাছে তাও চালু হয়নি। বৃষ্টি এলে আমাদের ঘরে পানি পরে আমাদের সন্তানেরা পড়তে পারেনা, ঠিক মতে ঘুমাতে পারেনা। ঘরের টিন ও কাঠ ভালো না। আামাদেরকে এই এলাকার চেয়ারম্যান ও কিছুই দেয় না। চিকিৎসা ও করতে পারিনা, চিকিৎসক আসে কিন্তু বলে ঔষধ নাই। আমরা গরিব মানুষ গুলো, আমাদের আশ্রয় প্রকল্পের দিকে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *