নরসিংদীর দূর্গমচরাঞ্চলে আ’লীগের দু`গ্রুপের টেঁটাযুদ্ধে, আহত ২০

নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ০২ জুন, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দূ্র্গমচরাঞ্চল আলীপুরায় আওয়ামী লীগের দু`গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। শুক্রবার (১ জুন) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দূর্গমচরাঞ্চল আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় টেঁটাবিদ্ধদের উদ্ধারর করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।টেঁটাবিদ্ধরা হলেন, আলিপুরা এলাকার মৃত আব্দুল মজিদ এর ছেলে আব্দুল খালেদ (৬০), কাজী নীল মিয়ার ছেলে কাজী ওয়াহিদুল্লাহ (২২), তাহের আলীর ছেলে মুনসুর আলী (২৮), সুরুজ আলীর ছেলে মফিজ মিয়া (৪৫), মৃত আবেদ আলীর ছেলে ফুল মিয়া(৩৫) সহ আরো কয়েকজন।

সদর থানার পুলিশ পরিদর্শক মোজাফফর হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করব।

সংশ্লিষ্ঠদের বরাত দিয়ে তিনি বলেন- করিম মিয়া আলীপুরা ৮ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন। আলীপুরা গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মেম্বারে সাথে কাজি বাড়ির করিমের দ্বন্দ্ব চলে আসছিল।

দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার(৩১মে) সন্ধ্যায় কামাল সমর্থকরা করিমের ভাই রবিউল্লাকে মারধর করে।এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এরই জের ধরে শুক্রবার সকালে পুনরায় কামাল সমর্থকরা সংঘবদ্ধ হয়ে কাজী বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *