দ. এশিয়ায় হতাশাগ্রস্তের শীর্ষে ঢাকা

ঢাকা, ২৪  সেপ্টেম্বর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) : দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে হতাশাগ্রস্ত শহর মনোনীত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংস্থা জিপজেটের করা এক তালিকায় এমনটি দাবি করা হয়েছে।

জিপজেটের তালিকায় বিশ্বের সবচেয়ে কম হতাশাগ্রস্ত শহর জার্মানির স্টুটগার্ড।

মানসিক ও শারীরিক স্বাস্থ্য, বায়ুদূষণ, শব্দদূষণ, ট্রাফিক জ্যাম, লৈঙ্গিক সমতাসহ বিভিন্ন বিষয়ের ওপর পর্যবেক্ষণ করে এই তালিকা তৈরি করেছে সংস্থাটি।

১৫০টি শহরের ওপর করা বৈশ্বিক এই তালিকায় ঢাকার অবস্থান ১৪৪তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।

তবে দক্ষিণ এশিয়ার বাইরে ঢাকার চেয়েও হতাশাগ্রস্ত অবস্থায় আছে ইরানের রাজধানী তেহরান, মিসরের রাজধানী কায়রো, আফগানিস্তানের লাওস।

তবে ঢাকার চেয়ে ভালো অবস্থানে আছে ভারতের দিল্লি ও মুম্বাই। তাদের অবস্থান যথাক্রমে ১৪২ ও ১৩৮। পাকিস্তানের করাচি আছে ঠিক ঢাকার উপরে, ১৪৩তম স্থানে।

শীর্ষ পাঁচের তিনটি শহরই জার্মানির। মিউনিখ রয়েছে ৫ নম্বরে আর হ্যানহোভার তৃতীয়। অস্ট্রেলিয়ার সিডনি রয়েছে তালিকার ৮ নম্বরে। শীর্ষস্থানে বেশিরভাগ শহরই ইউরোপের। এশিয়ার মধ্যে কম হতাশাগ্রস্ত শহর সিঙ্গাপুর। তাদের অবস্থান ৪২। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রয়েছে তালিকার ৮৪ নম্বরে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের অবস্থান ১১০তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *