দেবিদ্বারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে হত্যার চেষ্টা কালে চাপাতি সহ পাষন্ড ছেলে গ্রেফতার

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি, জি এম মাকছুদুর রহমান, ২৫ শে মার্চ ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : কুমিল্লার দেবিদ্বারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাষন্ড পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটে রোববার ভোর ৪:৪৫ মি: ঘটিকায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর চৌরাস্তার মোড়ের সন্নিকটে। ওই ঘটনায় নায়ক পাষন্ড ছেলে মোঃ শাহজাহান(৪৫) কে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

    জানা যায়,ছোট আলমপুর গ্রামের মৃত: আজিম উদ্দিন’র পুত্র হাজী সুলতান আহমেদ (৭০) ফজরের নামাজ পড়ার জন্য দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজ মসজিদে যাওয়ার পথে বাড়ির সামনেই ‘কসমিপলিটান স্কুল এন্ড কলেজ’র সামনে নিজ পুত্র মোঃ শাহজাহান(৪৫)  এবং মুখোশপড়া অপর এক ব্যক্তি সহ দু’জন চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়।

কুপের আঘাতে মাথার টুপিসহ মাথা কেটে যায়। উপুর্জপুরি কুপ থামাতে যেয়ে হাতের বিভিন্ন অংশ কেটে যায়। এসময় তার চিৎকারে প্রতিবেশী  হাসি বেগম সহ অন্যান্যরা ছুটে আসলে হামলাকারীরা একটি চাপাতি ও দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা মরাত্মক আহত হাজী সুলতান আহমেদকে রক্তাক্ত অবস্থায় দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সংবাদ পেয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মোশাররফ হোসেন একদল পুলিশ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরাঘুরির সময় আহত হাজী সুলতান আহমেদ’র পুত্র মোঃ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। রোববার দুপুরে ওই ঘটনায় আহত হাজী সুলতান আহমেদ বাদী হয়ে নিজ পুত্র মোঃ শাহজাহান ও অজ্ঞাত অপর এক ব্যক্তি সহ দু’জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *