ঝিনাইদহ পাসপোর্ট অফিসের ব্যাপক সাফল্যে এক বছরে একশ কোটি টাকার রাজস্ব আদায়

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ, ২৮  নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) :ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিস গত এক বছরে একশ কোটি টাকার রাজস্ব আয় করে রেকর্ড সৃষ্টি করেছে। এ সময়ে অসুস্থ রোগীদের বিশেষ সুবিধা দেওয়াসহ নাগরিক সেবার মাধ্যমে সুনাম অর্জন করেছে । তথ্য নিয়ে জানা গেছে, ২০১৭ সালের পহেলা জানুয়ারী থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ঝিনাইদহ আঞ্চলিক অফিস ৯১ কোটি ৫ লাখ ২৯ হাজার টাকার রাজস্ব আয় করেছে। আর নভেম্বর টু নভেম্বর রাজস্ব আয়ের মাত্রা হচ্ছে একশ কোটি টাকা। ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, নিদ্দিষ্ট সময়ের মধ্যে আমরা নাগরিকদের পাসপোর্ট দিচ্ছি। অসুস্থ রোগীদের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিত্বে রয়েছে বিশেষ ধরণের নাগরিক সুবিধা। তিনি বলেন, আমি যোগদানের পর অফিসের কাজে গতি বেড়েছে। দালাল ও অবাঞ্চিত লোকজনদের আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে। নাগরিকরা যাতে কোন প্রকার হয়রানী না হয় সে জন্য সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ নজর রাখা হচ্ছে। তিনি জানান, বিভিন্ন সময় পুলিশ ও জেলা প্রশাসনের দালাল মুক্ত অভিযানে সহায়তা করা হচ্ছে। এতে অফিসের শৃংখলা বজায় থাকছে। তিনি আরো বলেন, চার কোটি টাকা ব্যায়ে শহরের ডিসি কোর্টের সামনে নিজস্ব পাসপোর্ট ভবন নির্মান করা হচ্ছে। ভবনের কাজ শেষ হলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন প্রতি বছরের ন্যায় আগামী ফেব্রয়ারী মাসের তিন তারিখে আমরা সেবা সপ্তাহ পালনের প্রস্তুতি নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *