ঝিনাইদহে নাশকতা এড়াতে কঠোর অবস্থানে এসপি মিজানুর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি, জাহিদুর রহমান তারিক, ০৯ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে যেকোন প্রকার বিশৃঙ্খলা, নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, আরাপপুর, বাস টার্মিনাল, হামদহ, পায়রাচত্বরসহ গুরুত্বপুর্ণ স্থানে জেলা ট্রাফিক ইনেসপেক্টর কৃষ্ণপদ সরকার সহ পুলিশি অবস্থান করছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নাশকতা বা কোনও প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তার জেলার বিভিন্ন স্থানে পুলিশ ভোর থেকে তৎপর রয়েছে। তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। নাশকতা এড়াতে আমরা কঠোর অবস্থানে আছি। জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা শহরসহ ৬ টি থানায় ৫ শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।

সকাল সাড়ে ৯টা থেকে তারা পুলিশের সাথে যৌথ টহলে অংশ নিচ্ছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শৈলকুপা সার্কেল এসপি তারেক আল্ মেহেদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *