চৌদ্দগ্রাম পৌরসভায় সাড়ে ৬’শ ভাতার বই বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৭ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃভাতার ছয় শতাধিক বই বিতরণ করেছে পৌর মেয়র মিজানুর রহমান। এ উপলক্ষে সোমবার পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, প্যানেল মেয়র-২ আবদুল হালিম, পৌর ইঞ্জিনিয়ার আবদুল আলিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নান্টু দেবনাথ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন বিপ্লব, কাউন্সিলর মোখলেছ মিয়া, ইউনুছ মিয়া, কাজী বাবুল, মফিজুর রহমান, সাইফুল ইসলাম শাহীন, সাইফুল ইসলাম পাটোয়ারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা বেগম, নাছিমা খানম, চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল মন্নান, পৌর মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা বেগম, পৌর যুবলীগ নেতা লোকমান হোসেন ও পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ লোকমান হোসেন। অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *