চৌদ্দগ্রাম পৌর মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ এবং হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার পৌর সচিব হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র জিএম মীর হোসেন মীরু, সাবেক মেয়র মিজানুর রহমান, প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার আবদুল আলিম, কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, সাইফুল ইসলাম শাহীন, বদিউল আলম পাটোয়ারী, মফিজুর রহমান, মোশারেফ হোসেন, কাজী বাবুল, মিজানুর রহমান, শরীফ হাসান মামুন, কামাল হোসেন।

নবনির্বাচিত মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চৌদ্দগ্রামের উন্নয়নের কান্ডারী মুজিবুল হক এমপির প্রতি। এ দায়িত্ব কঠিন গুরু দায়িত্ব। এজন্য সকলের সহযোগিতা দরকার। সম্মিলিতভাবে আন্তরিকতার সাথে কাজ করে চৌদ্দগ্রাম পৌরসভাকে আরও আধুনিকায়ন করা হবে, ইনশাআল্লাহ।

সাবেক মেয়র মিজানুর রহমান বলেন, ‘গণতান্ত্রিক নিয়মে নতুন মেয়রের নিকট ক্ষমতা হস্তান্তর করতে পেরে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি।

The research grant comes as a new generation is exposed to various forms of tobacco other than cigarettes. generic cialis The device allows users to vape without getting caught, and its use by teens is rising, says USC researcher Jon-Patrick Allem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *