চৌদ্দগ্রামে ৪০ দিন জামায়াতে নামাজ আদায়; সাইকেল ১২ ও পাঞ্জাবী ২৪ জন পেলেন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৯ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে একটানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনকে বাই সাইকেল, ৫ জনকে নগদ টাকা প্রদানসহ অংশগ্রহণকারী আরও ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। এরমধ্যে ২৪ জনকে পাঞ্জাবীও প্রদান করা হয়। শুক্রবার উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে ‘মোমেনা কালা মিয়া ফাউন্ডেশন’ এর আত্মপ্রকাশ উপলক্ষে এবং মরহুম নুর হোসেন মেম্বার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোশারেফ হোসেন।

মরহুম নুর হোসেন মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোমেনা কালা মিয়া ফাউন্ডেশনের মহাসচিব মাস্টার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড মেম্বার আবদুল ওয়াদুদ মজুমদার, সাবেক মেম্বার এরশাদ উল্লাহ, যাত্রাপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আলহাজ¦ আবুল কাশেম, দলিলুর রহমান, গুণবতী ডিগ্রী কলেজ প্রভাষক আমির হোসেন, ভুলকরা আলিম মাদরাসার প্রভাষক জাকির হোসেন, মেম্বার নুর হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নুরে আলম, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের, স্থানীয় মাওলানা আবদুল হাই, হাফেজ ক্বারী মাসুদুর রহমান।

এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের মঙ্গল কামনা শেষে তাবারুক বিতরণ করা হয়। এদিকে ব্যতিক্রমী উদ্যোগের আয়োজনে সর্বত্র প্রশংসা অর্জন করেছে মোমেনা কালা মিয়া ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *