চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে আটক-২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ১৩ অক্টোবর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে হৃদয় (২৬) ও কামরুল (১৯) নামে দুই বখাটে যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হৃদয় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের অলি আহমেদের ছেলে এবং কামরুল পার্শ্ববর্তী শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের শামসুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা-কাদঘর রাস্তার মাথা এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগির মা ইয়াসমিন বেগম বাদী হয়ে হৃদয়-কামরুলসহ অজ্ঞাতনামা আরও ২ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদয় ও কামরুল ভুক্তভোগি ওই ছাত্রীকে মাদরাসায় যাতায়াতের পথে ইভটিজিংসহ নানা প্রকার হয়রানি করতো। যার কারণে ওই ছাত্রীর পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গিয়েছিলো। বুধবার বিকালে পরীক্ষা দিয়ে মায়ের সাথে মাদরাসা থেকে বাড়ী ফেরার পথে বাসন্ডা রাস্তার মাথা এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা হৃদয়-কামরুলসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন বখাটে যুবক ওই ছাত্রীকে অটো রিকসা থেকে নামিয়ে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যেতে চাইলে ভুক্তভোগি ও তার মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হৃদয় ও কামরুলকে আটক করে। এ সময় তাদের সহযোগিরা পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বুধবার বিকালে মাদরাসা ছাত্রী অপহরণ চেষ্টার অভিযোগে মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা এলাকা থেকে হৃদয় ও কামরুল নামে দুই বখাটে যুবককে আটক করা হয়। পরে ভুক্তভোগির মা ইয়াসমিন বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *