চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালত; স্টার লাইন পরিবহনের ৫ হাজার টাকা জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৮ নভেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় স্বাস্থবিধি মানতে ও মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকারের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় ঢাকা থেকে ফেনীগামী একটি স্টার লাইন পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৫-১১৩৫) অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাস্ক ব্যবহার না করার অপরাধে ‘সংক্রামক রোগ প্রতিরোধ নিরাময় নির্মূল আইন-২০১৮’ এর আওতায় দন্ডবিধি ২৯০ ধারায় স্টার লাইন পরিবহনের ড্রাইভার ও সুপারভাইজারকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে ৫ জন যাত্রী ও কয়েকজন পথচারীকে ২০০ টাকা হারে জরিমানা করা হয়। এসময় জনসচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *