চৌদ্দগ্রামে বাসের চাপায় মার্কেটিং অফিসার নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ মার্চ, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় জহির উদ্দিন বাবর নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় রাসেল নামে অপর আরোহী গুরুতর আহত হন। নিহত বাবর উপজেলার কাশিনগর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মোঃ দেলোওয়ার হোসেনের ছেলে ও মর্ডাণ হসপিটালের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত। বুধবার দুপুর সাড়ে ১২টার মহাসড়কের উপজেলার ঘোলপাশার জেএমআই ফার্মাসিটিকেলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিচ্ছিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় দুই মোটর সাইকেল আরোহী চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে পিছন থেকে চাপা দিলে ২ আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাসেলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, খরব পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *