চৌদ্দগ্রামে বাজারে দখলকৃত জায়গায় আদালতের স্থিতিবস্থার আদেশ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২৭ মে, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে কাউন্সিলর কাজী বাবুল গং কর্তৃক দখলকৃত জায়গায় স্থিতিবস্থার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন জায়গার মালিক ইতালি প্রবাসী আমিনুল ইসলামের ভাই নজরুল ইসলাম।

জানা গেছে, সম্প্রতি কাউন্সিলর কাজী বাবুল গং চৌদ্দগ্রাম বাজারস্থ ফ্রেন্ডস্ হসপিটালের দক্ষিণ পাশে অবস্থিত ইতালি প্রবাসী আমিনুল ইসলামের ক্রয়কৃত জায়গা দখলের উদ্দেশ্যে পিলার নির্মাণ করে। এতে বাধা দেয়ায় উল্টো ক্ষীপ্ত হয়ে প্রবাসীর ভাই ও আত্মীয় স্বজনের উপর হামলার চেষ্টা চালায় কাজী বাবুল।

এনিয়ে থানায় সোমবার একটি অভিযোগ ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে ফৌজধারী কার্যবিধির ১৪৫ ধারায় অভিযোগ দায়ের করে নজরুল ইসলাম। আদালত দখলকৃত ২৬২৫ দাগের জায়গায় স্থিতিবস্থা বজায় রাখতে চৌদ্দগ্রাম পুলিশকে নির্দেশ দেন। বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার জন্য বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *