চৌদ্দগ্রামে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৮ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারা দেশের ন্যায় গত ১৭ই মার্চ (বুধবার) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌদ্দগ্রামে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাসান, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম.এ বাহার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, বিশিষ্ট আইনজীবি আবদুল মান্নান ভূঁঞা। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

উপজেলা সমাজসেবা অফিসার নাছির উদ্দিন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীরমুক্তিযোদ্ধা প্রমোধ রঞ্জন চক্রবর্তী।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ছাকিনা বেগম, গুণবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খোকন, চিওড়া ইউপি চেয়্যারম্যান একরামুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদেরকে পুরস্কার বিতরণ করেন। সকাল ৯.৩০ মিনিটে চৌদ্দগ্্রাম উপজেলা চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধু প্রতীককৃতিতে পুস্পস্তক অর্পন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *