চৌদ্দগ্রামে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৬ সেপ্টেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ১৬২ একর আভ্যন্তরীন জলাভুমি বর্ষা প্লাবিত ধান ক্ষেত এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৩ কেজি পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা মৎস্য অফিসর শরিফ উদ্দিন।

চৌদ্দগ্রাম উপজেলা মৎস অফিসর মুরাদ হোসেন প্রমাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান, সমাজসেবা অফিসার নাসির উদ্দিন, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, বুড়িচং উপজেলা খামার ব্যবস্থাপক রেদোয়ান করিম, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার রিক্তা আক্তার, ডাঃ গোলাম কিবরিয়া টিপু, ডাঃ মেজবাহ উদ্দিন, মোজ্জাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *