চৌদ্দগ্রামে নবগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২২ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গত সোমবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কুমিল্লা জেলা নবগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভার প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী মাসুদ রানা।

উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাসান, পৌর মেয়র মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম. এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার, চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা আ’লীগের সহসভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম, উপজেলা যুবলীগ সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মজুমদার, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ এ কে এম শামছুদ্দীন আহম্মেদ, সোনাকাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জলিল রিপন প্রমুখ।

মতবিনিময় সভা চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *