চৌদ্দগ্রামে জয়যাত্রা টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০১ নভেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে জয়যাত্রা টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে চৌদ্দগ্রাম বাজারে একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু। জয়যাত্রা টেলিভিশনের চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন বগৈর ডিগ্রি কলেজের প্রভাষক ও আ’লীগ নেতা নাঈমুর রহমান মজুমদার মাসুম, কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-২ এর পরিচালক জহির উদ্দিন পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, দৈনিক ইত্তেফাকের চৌদ্দগ্রাম প্রতিনিধি মাহবুবুর রহমান মিয়াজী, চৌদ্দগ্রাম উপজেলা হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের, চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান মজুমদার, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন লিটন মেম্বার, ইউপি মেম্বার শওকত আকরব, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল বাহার, জসিম উদ্দিন ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের তাকাফুল এখলাস প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ জহিরুল ইসলাম।

সিবিসি বাংলার কুমিল্লা জেলা প্রতিনিধি এম এ হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামাল আহম্মেদ, দৈনিক দিনকালের প্রতিনিধি আবদুল মন্নান, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি বেলাল হোসেন, চ্যানেল এসটিভি ও চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, দেশ সংবাদের প্রতিনিধি ফখরুদ্দিন ইমন, বিজয় টিভির প্রতিনিধি মনির উল্লাহ, সৃষ্টি টিভির শফিউল রানা, এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট প্রতিনিধি জসিম উদ্দিন নিলয়, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আনিসুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহীন আলম, দৈনিক খবরপত্রের প্রতিনিধি এম এ আলম, আলোকিত চৌদ্দগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার ফাহাদ আহমেদ পাটোয়ারী, শাহরিয়ার ইমন জয়, ছাত্রনেতা মাহফুজ আহম্মেদ মাসুদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *