চৌদ্দগ্রামে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভার্ড কামাল নির্বাচিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ১৭ অক্টোবর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৭নং চৌদ্দগ্রাম ওয়ার্ডে শান্তিপূর্ণ ও সুশৃংখল ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ইভিএমে ভোট শুরু হয়ে দুপুর ২টায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ নাছির উদ্দিন।

নির্বাচনে ১৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে প্রার্থী নির্বাচন করেনি ২ জন ভোটার। ঘোষিত ফলাফলে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন; এমরামুল হক কামাল (ভার্ড কামাল)। টিউবওয়েল প্রতিকে তিনি পেয়েছেন ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব ন্দি্ব প্রতিদ্বদ্ধি মহিবুল আলম মজুমদার কানন বক প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। অন্যান্য প্রার্থীরা পেয়েছেন; কাজী জাফর (বৈদ্যুতিক পাখা) ৩৩ ভোট, ভিপি ফারুক আহমেদ মিয়াজী (অটোরিকশা) ২১ ভোট, জিএম জাহিদ হোসেন টিপু (তালা) ৭ ভোট, আবুল কালাম আজাদ (হাতি) ১ ভোট।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে রহিমা আক্তার (ফুটবল) পেয়েছেন ১০৮ ভোট এবং নাছরিন আক্তার (টেবিল ঘড়ি) পেয়েছেন ৭০ ভোট। নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। এদিকে ভার্ড কামাল নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনন্দ মিছিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *