চৌদ্দগ্রামে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ০৭ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বৈশ্বিক মহামারি করোনা দূর্যোগ মোকাবেলায় ‘উত্তরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে বেদে সম্প্রদায়ের দুই শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ। উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এনামুল হক খন্দকারের সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক রমজান আহমেদ, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা, চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন, বেদে সম্প্রদায়ের দলনেতা আবুল হোসেন স্বপন, শাহনূর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) সহ ফাউন্ডেশনের পরিচালকগণকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *