চৌদ্দগ্রামে আগুনে পুড়ে ছাই ৫ ঘর, ক্ষতি অর্ধকোটি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ মার্চ, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই বাড়ির ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের যুগীরখিল গ্রামে এ ঘটনা ঘটে। তথ্যটি নিচ্ছিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ ফয়েজ আহম্মেদ।

তিনি জানান, সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে ওই গ্রামের আলমগীর হোসেনের বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পাশ^বর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় ৫টি ঘর আগুনে পুড়ে যায়। এতে পনের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান বলেন, আমার চাচাতো ভাই আলমগীরের ঘরে সকালে বিদ্যুতের মেইন সুইচ বিস্ফোরণ ঘটার সাথে সাথে আগুন লেগে যায়। এ সময় ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার এবং ফ্রিজও এক সাথে বিস্ফোরণ হয়। যার কারণে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

অপর ক্ষতিগ্রস্ত আব্দুল আউয়াল বলেন, আগুনে আমারসহ ৫টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। গত কয়েকদিন আগে আমার একটি মেয়ের বিয়ে হয়। মেয়েটি বেড়াতে আসার সময় তার সাথে কিছু স্বর্ণ ছিল। আগুনে ঘরের ভিতরে রাখা স্বর্নগুলো পুড়ে গেছে।

অন্য ক্ষতিগ্রস্ত মাসুদ বলেন, বর্তমানে আমরা খোলা আকাশের নিছে বসবাস করতে হবে। আগুনে আমাদের বাড়ির ৫ টি ঘর সম্পূন্ন পুড়ে ছাই হয়ে যায়। তার সাথে নগদ টাকা, স্বর্ণগহনা ও পাসপোর্ট সহ মূল্যবান মালামালও পুড়ে যায়। এতে করে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান একে খোকন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আগুনে একই পরিবারের ৫ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মোঃ মুজিবুল হককে অবহিত করলে তিনি তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার ঘোষনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *