চৌদ্দগ্রামে অসহায় গার্মেন্টস্ কর্মীর নবজাতক মেয়ে দত্তক নিলেন নিঃসন্তান দম্পত্তি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ৩০ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় গার্মেন্টস্ কর্মী খোদেজা বেগমের নবজাতক মেয়ে দত্তক নিয়েছে নিঃসন্তান কুয়েত প্রবাসী ইসরাফিল ও জোহরা আক্তার দম্পত্তি। তারা উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারের একটি হসপিটালে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নবজাতক মেয়েকে হস্তান্তর করা হয়। অসহায় গার্মেন্টস্ কর্মীর নবজাতক মেয়ের দায়িত্ব নেয়ায় নিঃসন্তান দম্পত্তিকে অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল।

জানা গেছে, প্রায় আট বছর আগে উপজেলার তেলিহাটি গ্রামের ইকবাল হোসেনের সাথে নোয়াপুর গ্রামের খোদেজা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে। ইকবাল হোসেনের পরিবারকে সচল রাখতে খোদেজা বেগম কুমিল্লা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে চাকরি করে।

সম্প্রতি অন্তঃসত্তা স্ত্রীকে ছেড়ে দিয়ে ইকবাল হোসেন আবারও বিয়ে করে। বুধবার খোদেজা বেগম নবজাতক একটি মেয়ে শিশু প্রসব করে। খবর পেয়ে বাতিসা গ্রামের বাসিন্দা নিঃসন্তান জোহরা আক্তার নবজাতক মেয়েটিকে দত্তক নেয়।

নবজাতক মেয়ের গর্ভধারিনী খোদেজা বেগম বলেন, ‘মেয়ের ভরণ-পোষণ করতে পারবো না, তাই তাকে দত্তক দেয়া হয়েছে। আমার কোন দাবি নেই। মেয়েটি যেন ভালো থাকে-এই কামনা করি’।

অপরদিকে নিঃসন্তান জোহরা আক্তার বলেন, ‘নিজের মেয়ের মত করে নবজাতক মেয়েটি বড় করে তুলবো ইনশাআল্লাহ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *