গাজীপুরে চৌরাস্তা এলাকা থেকে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৫ সদস্য আটকঃ র‌্যাব-২

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : সংঘবদ্ধ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় আটক করেছে র‌্যাব-২। তারা হচ্ছে- মো. নয়ন মোল্লা (২৮), মো. খোকন ঢালী (৩০), মো. আলতাফ হোসেন (৩৮) মো. আলাউদ্দিন আলী (৩৫) ও মো. কাউছার মন্ডল (২৫)। শ্রক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদেরকে বলেন, বৃহস্পতিবার গাজীপুরের চৌরাস্তা এলাকায় এক ব্যক্তিকে টার্গেট করেছিল ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী সংঘবদ্ধ অপহরণকারী চক্রের এই চক্রটি। ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকা তোলার পর সেই টাকা লুট করার জন্য গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় একটি গাড়িতে অবস্থান করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর সদস্যরা সেখানে ঝটিকা অভিযান চালিয়ে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী সংঘবদ্ধ অপহরণকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ডিবির ব্যবহৃত নকল তিনটি জ্যাকেট, একটি ওয়্যারলেস (ওয়াকিটকি) ও একটি গাড়ি জব্দ করা হয়। মুফতি মাহমুদ খান আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকামহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে অপহরণ, ছিনতাই এমনকি অপহৃত ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায় করতো। আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *