কোম্পানীগঞ্জ করোনায় আক্রান্ত-২

নোয়াখালী প্রতিনিধি, লূৎফুল হায়দার চৌধুরী, ০৫ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম সহ পরিবারের আরো ২ সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তারা নিজ বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম নিজেই গণমাধ্যম কর্মিদের এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এর আগে বৃহস্পতিবার দুপুরে তিনি, তার স্ত্রী ডা.মাকসুদা সুলতানা সুরভি এবং একমাত্র ছেলে মাহির আবরার (৮) করোনা ভাইরাস পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্ট ল্যাবে নমুনা পরীক্ষা দিলে একই দিন রাত সাড়ে ৭টার দিকে তিনজনের রিপোর্টেই করোনা পজিটিভ আসে।

করোনা সংকট শুরু থেকেই তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কাজের কারণে তিনি সবার কাছে প্রশংসিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *