কোটচাঁদপুরে কালবৈশাখী তান্ডবে ফল, ফসল, গাছপালাসহ বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি!

ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ০৭ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): ঝিনাইদহের কোটচাঁদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে ফল, ফসল, গাছপালাসহ বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার দিনগত রাত দুইটা পঞ্চাশ মিনিটের দিকে প্রচন্ড বর্জপাতসহ ঝড়ের তান্ডব শুরু হয়। ১০মিনিটের প্রচন্ড ঝড়ের ঝাপটে এই ক্ষয় ক্ষতির ব্যপকতা বৃদ্ধি পায়।

কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জানান, পুরো পৌর শহরের অন্তত এক হাজার কাঁচা ও আধা পাকা ঘরবাড়ীসহ ফল, বনজ সম্পদ ও বিদ্যুতে’র পিলার ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে।

সাফদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাছির জানান, তার এলাকার জয়দিয়া, সাবদারপুর, লক্ষীকুন্ড, রাজাপুর, শালকুপা, বহিরগাছী গ্রামের কাঁচা, আধাপাকা ঘরবাড়ী ফসল ও বনজ সম্পদের অন্যান্য গ্রামের তুলনায় বেশী ক্ষতি হয়েছে।

বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, তার এলাকার শুধু মাত্র বলুহর ও কাগমারী গ্রামে আংশিক ক্ষতি সাধন হয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, এলাকা ভিত্তিক ধান, কলা, আম, লিচুসহ বনজ সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন সেগুলো নিরুপনের কাজ চলছে। বর্তমানে কোটচাঁদপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *