কোটচাঁদপুরের সেই নিখোঁজ ছাত্র জেএমবি সন্দেহে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ১১ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪): গত ০৪ ডিসেম্বর ২০১৭ তারিখে দামুড়হুদা মডেল থানার মামলা নং-৩১, তারিখ, ২৮/০১/২০১৭, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৯(২)/১২ এর মামলার তদন্তে প্রকাশিত জঙ্গি আসামী সন্দেহে মাদ্রসা ছাত্র মাসুম বিল্লাহ (১৯) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে ০৫ ডিসেম্বর ২০১৭ইং তারিখে উল্লেখিত মামলায় চুয়াডাংগা বিজ্ঞ আদালতে আইনানুগ কার্যক্রমের জন্য সোপর্দ করা হয়। ১০/১২/১৭ তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, চুয়াডাঙ্গা, মোঃ মোস্তাফিজুর রহমান ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রাম থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র মাসুম বিল্লাহ (১৯) কে জেএমবি সন্দহে গ্রেফতারের দাবী করেছিল র‌্যাব। ঝিনাইদহ শহরের কবি গোলাম মোস্তফা সড়ক থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানিয়েছিলেন, চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৯(২)/১২ এর মামলার আসামী মাসুম বিল্লাহ ঝিনাইদহ শহরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়। এদিকে, মাসুম বিল্লাহর পিতা আমিনুল ইসলাম অভিযোগ করেন প্রশাসনের লোক পরিচয় দিয়ে সাদা পোশাকে তার ছেলেকে প্রায় ১৫/২০ দিন আগে কে বা করা উঠিয়ে নিয়ে যায়। সেই থেকে মাসুম নিখোঁজ ছিল। এ বিষয়ে তারা কোটচাঁদপুর থানায় জিডিও করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *