কুমিল্লার প্রথম মুক্তাঞ্চলে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ নির্মাণের ভিস্তিপ্রস্তর উদ্বোধন

চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৮ নভেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা জেলা প্রথম মুক্তাঞ্চল চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘির পাড়ে মুক্তিযুদ্ধের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি।

জগন্নাথদীঘি মুক্তাঞ্চল স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া, জেলা আ’লীগ নেতা আলী হোসেন, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু, সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, এছাক খাঁন, সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবি ড. আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জেলা আ’লীগের সদস্য কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিবুল আলম মজুমদার কানন, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী মুজিবুল হক, ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঁইয়া, আ’লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরআগে আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন মুজিবুল হক এমপি। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *