কুমিল্লার দাউদকান্দিতে তীব্র তাপদাহে ২০ শিক্ষার্থী অসুস্থ

কুমিল্লা প্রতিনীধি, আবদুল মান্নান, ০৭ জুন, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে তীব্র তাপদাহে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল। এসময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সংবাদ পেয়ে দ্রুত হসপিটালে ছুটে যান, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁঞা, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ সেলিম প্রমূখ। এর আগে মঙ্গলবার একই স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *