আমাদের আত্ম মর্যাদার প্রতীক পদ্মা সেতু : জেলা প্রশাসক

কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ২৬ জুন, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা লড়াই করে আমাদেরকে একটি পতাকা দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আমরা পদ্মা সেতু পেয়েছি। যা এখন আমাদের আত্ম মর্যাদার প্রতীক। এই সেতু উত্তর এবং দক্ষিণ বঙ্গকে সংযুক্ত করবে। সারা বাংলাদেশের উন্নয়ণ অগ্রযাত্রায় অনস্বীকার্য ভূমিকা রাখবে। এটি একটি অনন্য মাইল ফলক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। গতকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত র‌্যালিতে সাংবাদিকদের কাছে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জেলা প্রশাসক এসব কথা বলেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার কুমিল্লায় বিশাল আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে পদ্মা সেতুর প্রতিকৃতি নিয়ে আনন্দ র‌্যালি টাউন হল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে বড় পর্দায় সেতুর জমকালো উদ্বোধন উপভোগ করেন কুমিল্লাবাসী। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সকাল সোয়া ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টাউনহলে এসে মিলিত হয়। আনন্দ র‌্যালিতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। র‌্যালির নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রশাসক রিয়ার এডমিরাল (অবঃ) আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু খান, কুমিল্লা মহিলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের, র‍্যাব -১১ এর কুমিল্লার কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, নারীনেত্রী পাপড়ী বসুসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *