অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে পণ্যের মান নিয়ন্ত্রণে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে ঢাকা ও আঙ্কারার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ঢাকা ও আঙ্কারা দু’টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের নেতৃত্ব দেন। স্মারকের একটি হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণে সহযোগিতা প্রদান এবং অপরটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে সহযোগিতা বৃদ্ধি। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাংলাদেশে দু’দিনের সরকারি সফরে গতকাল ঢাকায় আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *