เทคนิคเทรด option casos de exito con opciones binarias yasal ikili opsiyon şirketleri spk lisanslı binary options brokers adalah best book to learn about binary options opções binárias instaforex

সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খোলার দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ১৯ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মার্চ মাস থেকে স্কুল বন্ধ থাকাকালীন কিন্ডারগার্টেন স্কুলের বাড়ি ভাড়া মওকুফ, শিক্ষকদের প্রনোদনা প্রদান ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খুলে দেওয়ার দাবিতে বুধবার সকাল ১০টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উদয়ন চিলড্রেন স্কুলের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ও সাংবাদিক মনজুর হোসেন এর সভাপতিত্বে এবং এ. এইচ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ গাউছ-উর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চরমুগরিয়া চিলড্রেন ক্যাম্পাসের  প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমরান সাগর, বর্ণমালা শিশুবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মুফতি ফরিদ উদ্দিন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ তৌহিদুজ্জামান মোড়ল, আমেনা খাতুন কিন্ডার গার্টেন এর পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *