সরাসরি তালিকাভূক্ত করে সনদ প্রদানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি, একরামুল হক, ১০ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গাইবান্ধা বার এসোসিয়েশনের সকল শিক্ষানবীশ আইনজীবিদের বার কাউন্সিলে সরাসরি তালিকাভূক্ত করে সনদ প্রদানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। ১০ জুন বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষানবীশ আইনজীবিরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক মো. আবদুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষানবীশ আইনজীবি আব্দুল জলিল, শাহীন প্রধান, রায়হানুল ইসলাম, নুর আলম, আলমগীর হোসেন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা অবিলম্বে ২০২০ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল আইনজীবিদের বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সরাসরি আইনজীবি হিসেবে তালিকাভূক্তি করে আদালতে প্রাকটিস করার অনুমতি এবং গেজেটের মাধ্যমে সনদ প্রদানের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *