রংপুরে র্যাব (১৩) এর ১২ জনসহ ২০ জন করোনায় আক্রান্ত
রংপুর জেলা প্রতিনিধি, এ জি মুন্না, ২৮ মে, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রংপুরে গত ২৪ ঘণ্টায় রমেকের ল্যাবে করোনার ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর র্যাব (১৩) সদস্য ১২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
২৭ মে (বুধবার) রাতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।
তিনি জানান, আজ রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে করোনার ১৮৮টি নমুনা পরীক্ষা করে রংপুর র্যাব-১৩এর (শাপলা ক্যাম্প ) ১২ জনসহ মোট ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে।
আক্রন্তরা হলেন, রংপুর র্যাব (১৩) সদস্য ১২ জন, সেনপাড়া ২ জন, মিঠাপুকুর ১ জন, লালমনিরহাটঃ সদর ১ জন, গাইবান্ধাঃ সদর ১ জন, সাদুল্যাপুর ৩ জন