que es las opciones binarias tradingview thailand curso para ser day trader de opções binárias thứ 7 có giao dịch chứng khoán không binary options sebi

ময়মনসিংহ বিভাগ : সাইফ শোভন

কলাম, ২১ এপ্রিল ২০২০ ইং (বিডি ক্রাইম নিউজ ২৪) : ১৭৮৭ সালের ১মে স্থাপিত হয় ময়মনসিংহ জেলা। আজ এর বয়স ২৩২ বছর। প্রায় দুই কোটি লোকের বাস ময়মনসিংহে। এককালে আয়তনে এশিয়া মহাদেশের বৃহত্তম জেলা হিসেবে পরিচিত ছিল। বর্তমানে রংপুর জেলার সীমানা থেকে আসামের কিছু অংশ জেলার অর্ন্তভূক্ত ছিল। এটি প্রাচীনকাল থেকে কৃষি প্রধান অঞ্চল হিসাবে খ্যাত ছিল। ময়মনসিংহ গীতিকা ১৭১৮ টি ভাষায় অনূদিত হয়েছে যা পৃথিবী খ্যাত। জেলা ঐতিহ্যমন্ডিত রাজনৈতিক, সাস্কৃতিক, শিক্ষা সামাজিকভাবে অনেক এগিয়ে রয়েছে। এখানে রয়েছে বিগত দিনের অনেক অনেক আন্দোলনের ইতিহাস। ফকির বিদ্রোহ, টংক আন্দোলন, তারও আগে নীলকর বিদ্রোহ, বৃটিশ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন অসহযোগ আন্দোলন বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে অঞ্চলের সন্তানেরা ১৯৫২ ভাষা আন্দোলন থেকে ১৯৬৯ এর গণ আন্দোলন. ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রাম, পরবর্তীতে, ৯০ আন্দোলনে জেলার সন্তানরা প্রান দিয়ে প্রমাণ করেছে এরা অন্যায়কে প্রশ্রয় দেয় না

১৯০৫ সালে যখন বৃটিশরা ময়মনসিংহকে বিভাগ করার চিন্তাভাবনা করছিল, ১৯৬৬ সালে খুলনাকে যখন বিভাগে উন্নীত করা হলো। ৭০ দশক থেকে আজ পযন্ত বৃহত্তর মযমনসিংহকে ৬টি জেলায় ভাগ করা হয়েছে। মযমনসিংহ শিক্ষা, কৃষি। সাংস্কৃতিক দেশের অর্থনীতিতে এগিয়ে থাকলেও জেলায় রয়েছে অনেক খ্যাতিসম্পন্ন ব্যাক্তিত্ব কমরেড মনিসিংহ, কর্নেল আবু তাহের, প্রাক্তন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুকর যাদু সম্রাট পিসি সরকার, শিল্পাচার্জ জয়নুল আবদীন, স্বনামধন্য চিত্র পরিচালক স্বর্গীয় সুকুমার রায়, সত্যজিত রায় প্রমুখ ব্যক্তিত্ব

ময়মনসিংহে যা আছে : . প্রশাসনিক পর্যায় () থানার সংখ্যা ৬টি জেলায় ৪৮ টি, () সংসদ সদস্য ৩১ জন . জনসংখ্যা কোটি ৮৫ লাখ . আয়তন ,,৬১ বর্গমাইল। . শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা () ১টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, () কলেজ ১৫১ টি বৃহত্তর ময়মনসিংহে। () উচ্চ বিদ্যালয় ৪০০ এরও বেশি। () প্রথমিক বিদ্যালয় বরিশালের প্রায় দ্বিগুন () মেডিক্যাল কলেজ, সরকারি টি বেসরকারি টি। () হোমিও মেডিক্যাল কলেজ ৪টি () আয়ুর্বেদিক কলেজ ২টি () শিক প্রশিন কলেজ টি () মহিলা টিচার্স ট্রেনিক কলেজ ১টি () আইন মহাবিদ্যালয় ২টি () সন্তোষ আবাসিক স্কুল কলেজ (ভারতেশ্বরী হোমস ) () সামরিক প্রতিষ্ঠান . বি ডি আর হেড কোয়ার্টাও ৩টি ময়মনসিংহ, নেত্রকোনা জামালপুর . ক্যান্টনমেন্ট ২টি

. এয়ারবেইজ ১টি . যাতায়াত রেলপথ সড়ক পথে প্রতিটি জেলা থানা সদরে। ১৯ ফ্রেব্রুয়ারী ৯৩ ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কর্র্তৃক আয়োজিত এক সূধী সমাবেশ বিচারপতি আব্দুর রউফ বিভাগ বাস্থবায়নের লক্ষে নিয়মতান্ত্রিক আন্দোলনের সুপারিশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *