মাদক ব্যবসায় বাঁধা দেয়া, ব্যবসায়ী হত্যাচেষ্টা মামলায় মেহেদী আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১২ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী মাহমুদুর রহমান (২৪) ওরফে মেহেদীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মেহেদী উপজেলার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের মৃত আবদুল মান্নানের পুত্র। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ মে রাতে রাজেশ পুর গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র ব্যবসায়ী দেলোয়ার হোসেন মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা তাকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর মাদক ব্যবসায়ীরা লুঙ্গী ড্যান্স গানের তালে ব্যাপক উল্লাস করে, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চা ল্যের সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাতে সদর দক্ষিণ থানাধীন রাজেশপুর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী মাহমুদুর রহমান ওরফে মেহেদীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলা দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল।

এদিকে দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর তালুকদার নাজমুছ সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *