জয়পুরহাট জেলা প্রতিনিধি, আল জাবির, ০১ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর এলাকা গোপালপুর গ্রামের বিকাশ তিরকী ছেলে সঞ্জয় তিরকী (২৫ ) নামে এক কলেজ ছাত্র পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা করেছে।
এলাকা সূত্রে জানা গেছে, প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যার করেছে। নিজ রুমে গলায় দড়ি দিয়ে বৃহস্পতিবার রাত ৭ ঘটিকায় সময় সঞ্জয় আত্মহত্যা করে।
তার মা, বাবা ঘরের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে পরে ঘরের ছাউনির টিন খুলে ভিতরে প্রবেশ করে দেখে সে গলায় রশি বেঁধে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রয়েছে।
তাৎক্ষণিক পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।