নরসিংদীর রায়পুরায় ১ জন করোনা রুগী শনাক্ত, পুরো গ্রাম লকডাউন

নরসিংদী জেলা প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ০৮ এপ্রিল, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীর রায়পুরায় এক জন করোনা ভাইরাসে আক্রান্তের সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রায়পুরা উপজেলার পলাশতুলী ইউনিয়নের শাহাপুর গ্রামে রফিকুল (৩৯) করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। তিনি নারায়ণগঞ্জের একটি ঔষধ কোম্পানিতে চাকরিরত ছিলেন।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও করোনা প্রতিরোধ সেল এর  প্রধান ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার চারদিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। দুইদিন আগে আইইডিসিআির এ তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রাতে আইইডিসিআর থেকে জানানো হয় তার করোনা পজেটিভ।

রায়পুরা উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহাপুরে একজন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে, তাই রায়পুরা থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা আক্রান্ত  যুবককে আইসোলশেনে পাঠানোর ব্যবস্থা করেছি, সাথে আক্রান্ত ব্যক্তির পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি এবং পুরো গ্রামটি লক-ডাউন করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *