চৌদ্দগ্রাম শিক্ষক দিবস-২০২২ উপলক্ষ্যে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৭ অক্টোবর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে “শিক্ষকদের হাতে ধরেই শিক্ষা ব্যবস্থা রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে র‌্যালী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাছান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, পৌর মেয়র জি এম মির হোসেন মীরু। উক্ত সভার সভাপতিত্বে করেন চৌদ্দগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শিব প্রসাদ দাস গুপ্ত।
চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রূপস সেন গুপ্তের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, ভাটরা কালিজরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাফেজ আহমেদ মজুমদার, মিয়া বাজার লফিফুরন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতি সাবেক সাধারণ সম্পাদক ওলি উল্লাহ, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ছালের আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলুসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *